বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার (চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নতুন চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের নেতৃত্বে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ চক্ষু হাসপাতালে যান এবং নতুন কমিটির প্রথম সভা করেন।
তবে আগের কমিটির কোনো সদস্য এই সভায় উপস্থিত হননি বা নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেনি। এর আগে আগের কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও সভা প্রতিহতের ঘোষণা দিলে উভয়পক্ষের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বহিরাগতদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়। পরে নতুন কমিটির সদস্যরা চক্ষু হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ এবং কমিটির প্রথম সভা করেন।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নতুন চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগের কমিটি সমিতির বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের বিরুদ্ধে দুদক তদন্ত করে এবং তার অনিয়মের সত্যতা খুঁজে পায়। এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে।
তিনি আরও বলেন, সরকারের যে মহৎ উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল করা হয়েছিল তা আগের কমিটি দায়িত্ব পালন না করে অর্থ আত্মসাতের খেলায় মেতে উঠে। তাই এই হাসপাতালকে বাঁচাতে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। তবে আগের কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান বলেন, নতুন কমিটির কাছে আশা থাকবে তারা যেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উন্নয়নে কাজ করে এবং এখানে দুঃস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু সেবা পায়।
বিডি প্রতিদিন/আবু জাফর