গাজীপুরের শ্রীপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
গ্রেফতারকৃত কবির হোসেন (৩৫) বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার আসকর আলীর ছেলে। সে ওই এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেপিরবাড়ি এলাকার ডা. একেএম জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থেকে কবির হোসেন নামের এক মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় মাদক দ্রব্য রাখা ও ক্রয় বিক্রয়ের অপরাধে আসামি কবির হোসেনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।
শ্রীপুর থানার (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান শ্রীপুরে সব সময় অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম