খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাসায় হামলা, বাড়ি-গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির ডাকা মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে জেলা শহরের অভ্যন্তরীণ ও দূর পাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় শহরে প্রবেশ করেছে। তবে সাজেকগামী পর্যটকেরা বিপাকে পড়েছেন।
এদিকে, ভোরে শহরের মহাজন পাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আবছার জানান, তাদের অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদ পত্র, বিদ্যুৎ জরুরী পরিবহন ছাড়া কোন গাড়ি চলতে দেয়া হবে না।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবরোধে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলার বিভিন্ন গুরুপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন