ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুড়া গ্রামে নির্মাণাধীন সরকারী আশ্রায়নের প্রকল্পের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহাদাত হোসেন ফরহাদ (১৩) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে আশ্রয়ন প্রকল্পে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। ফরহাদ একই এলাকার গোসাইপুর উত্তর পাড়ার মোঃ এছাক মিয়ার ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য জন্য মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন