গাজীপুরের কালীগঞ্জে দুধ চুরির টাকার ভাগ চাওয়ায় এক রাখালকে খুন করেছে সহকর্মীরা। খুন করার পর খুনিরাই নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার প্রায় দুই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দক্ষিণ পুরানপাড়া এলাকার ফাইজ উদ্দিন মিয়ার ছেলে আজিজুল হক (২০), একই এলাকার হিরু মিয়া ওরফে ভাসানীর ছেলে ইয়াসিন মিয়া (৩৯) এবং একই জেলার শিবপুর থানার সৈয়দনগর এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. আবির (১৬)। নিহত রিয়াজ উদ্দিন (৩৫) গাজীপুরের কালীগঞ্জ থানাধীন জামালপুর (হাজীপাড়া) এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তারা সবাই গাজীপুরের কালীগঞ্জ থানাধীন ফুলদি এলাকার এগ্রোফার্মে রাখাল হিসেবে কাজ করত।
গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ময়না তদন্ত শেষে মাথায় আঘাতের কারণে রিয়াজ উদ্দিন মারা যান বলে ময়না রিপোর্টে উল্লেখ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। কালিগঞ্জ থানা পুলিশ হত্যা মামলাটি ৩ মাস তদন্ত করে চুড়ান্ত রিপোর্ট আদালতে দায়ের করলে আদালত স্বপ্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে নির্দেশ প্রদান করেন। পিবিআই’র তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো: জামাল উদ্দিন তথ্য প্রমাণের ভিত্তিতে খুনের এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেফতার করেন। তারা চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম