নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অবহিতকরণ কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের সভাপতিত্বে বিভিন্ন ডাক্তার ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯টি উপজেলায় ৫ লক্ষ ৪৪ হাজার ৩২৮ জনকে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস কাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. বাসভী রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দীন মাহমুদ, সিনিয়র সাংবাদিক শাহ এমরান সুজন, মিরন, মেসবাহ উল হক মিঠু, আবু নাছের মঞ্জু, মাসুদ পারভেজ, মানিক ভূঁইয়া, মাহবুবুর রহমান, লিয়াকত আলী খান, শিহাব উদ্দিন আহমেদ টিপু, মিজানুর রহমান, আজাদ ও আবদুল মোত্তালেবসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম