নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ পৌরসভার নারিকেল গাছ মার্কা প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী এ জরিমানা করেন।
সূত্র জানায়, স্বতন্ত্র মেয়রপ্রার্থী তার নির্বাচনী গণসংযোগে গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা করছিলেন। এছাড়া শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় নির্বাচনী ক্যাম্পে মাইক বেঁধে প্রচারণা করছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী জানান, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৩১ (১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থীর প্রতিনিধি হাবিবুল বাশারের কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়। নির্বাচনে যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল