সাতক্ষীরায় রাফসান জনি নামে এক ‘ভুয়া পুলিশকে’ আটক করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া পৌর সদরের মাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জনি কলারোয়া উপজেলার ব্রজাবকসা গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, রাফসান জনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম ও ক্রাইম করে বেড়াত। সে কখনও বিকাশের ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণা ও মাদকের ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে মাছ বাজারের সামনে পুলিশ লেখা মটর সাইকেল দেখে সন্দেহ হলে জনিকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারক রাফসান জনির নামে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল