আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপক সমারোহে অংশ নেবে দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষ। বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে দলীয়ভাবে লঞ্চে কাঠালবাড়ির সমাবেশস্থলে যাবেন তারা।
সমাবেশে বরিশাল বিভাগকে বিশেষভাবে জানান দেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি নিতে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দিনব্যাপী নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় বিভাগের অধিকাংশ সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, পদ্মা সেতুর সবচেয়ে সুফলভোগী হবেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ কারণে দক্ষিনাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। লঞ্চ-বাসসহ বিভিন্নভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হতে চায় দক্ষিণের লাখো মানুষ।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক দেওয়ার কথা জানিয়েছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। ওই সমাবেশে বরিশাল বিভাগের অংশগ্রহণ বিশেষভাবে দেশবাসী প্রত্যক্ষ করবে বলে প্রত্যাশা করেন তিনি।
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। এ অঞ্চলের লাখো মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে লঞ্চ ও বাসে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে। উদ্বোধনী জনসমাবেশ সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শিচরের কাঠালবাড়ি মরহুম ইলিয়াস আলী চৌধুরী ফেরীঘাট প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশার কথা জানান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। মতবিনিময় সভায় ১৪ দলের শরীক অন্যান্য দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল