কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়ার বাড়ি সগড়া এলাকায়।
নিহতের ছেলে রমজান আলী জানান, ‘বাড়ির সীমানা নিয়ে তারই চাচা আঙ্গুর মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস-দরবারও হয়েছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আঙ্গুর মিয়া ও তার ছেলেরা কাউকেই মানে না।’
তিনি বলেন, ‘আঙ্গুর মিয়া দীর্ঘদিন ধরে তার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ কারণে গত দুই মাস পূর্বে তার বাবা থানায় জিডিও করেছেন। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলো না। এ সুযোগে বাড়িতে তার বাবাকে হত্যা করা হয়েছে।’
কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক