খুলনায় রূপসা নদীতে বৃষ্টির সময় বজ্রপাতে মতি শিকদার (৪৫) নামের এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মো. জুয়েল ও রানা নামে আরও দুই যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বুধবার বিকালে রূপসার মাঝ নদীতে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ মাঝিকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। এর সাথে সাথে বজ্রপাত ছিল। ওই সময়ে পূর্ব রূপসা থেকে যাত্রীবাহী একটি ট্রলার পশ্চিম রূপসার দিকে আসতে থাকে। বৃষ্টির সময় হঠাৎ ট্রলার থেকে দু’হাত দূরে নদীর পানিতে বজ্রপাত হয়। এতে আতঙ্কিত ট্রলার মাঝি ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়। এসময় তার ছেলে রাকিব শিকদারও নদীতে ঝাঁপ দেয়। রাকিব নদী থেকে সাঁতার কেটে ঘাটে উঠতে পারলেও মতি মাঝির খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডুমুরি দল তাকে উদ্ধারের জন্য বিকেল পৌনে ৬টা থেকে রূপসা নদীতে অভিযান শুরু করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক