মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফনান মোল্লা (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার ভোরে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বুধবারের ওই ঘটনায় মারা গেল বেলুন বিক্রেতা জাহিদুল ইসলামসহ দু’জন। নিহত আফনান মোল্লা রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এছাড়া দোকানি জাহিদুল ইসলাম ফরিদপুরের নগদরকান্দা উপজেলার কাউচাইল এলাকার মোস্তফা মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি সরকারি বিদ্যালয় ভোটকেন্দে বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুরের পাড়ে বেলুন বিক্রি করছিলেন জাহিদুল। দোকানে ভিড় করে শিশু-কিশোররা। বেলা ১১টার দিকে বেলুনে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান বেলুন বিক্রেতা জাহিদুল। এ সময় দু’জনের পা বিচ্ছিন্নসহ আহত হয় অন্তত তিনজন। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪শ’ মিটার দূরে উড়ে একটি বাড়িতে গিয়ে পড়লে ঘর ক্ষতিগ্রস্তসহ আহত হয় আরও দু’জন।
মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম