ফরিদপুরের নগরকান্দায় রাতের আধারে এক মুক্তিযোদ্ধার কলাবাগানের ৩০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে এই ঘটনাটি ঘটে।
বীর মুক্তিযোদ্ধা চুন্নু মোল্লা জানান, তার বয়স ৮২ বছর। বয়সের কারণে তিনি তেমন কোনও কাজ করতে পারেন না। তাই সংসারের অতিরিক্ত খরচ মেটাতে অনেক আশা নিয়ে একটি কলার বাগান করেছিলেন। কিন্তু রাতের আধারে কলাবাগানের ৩০টি গাছ কে বা কারা কেটে ফেলেছে।
এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নগরকান্দা থানায় একটি অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা চুন্নু মোল্লা।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম