চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফরহাদ চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কোচপাড়া এলাকার মো. নুরুল আমিন ড্রাইভারের ছেলে ও পৌর বাসটার্মিনাল আমিন ভাতঘরের মালিক।
বুধবার (১৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া কাঁচাবাজার রাস্তার মাথায় প্রধান সড়কে মোটরসাইকেলে থাকাবস্থায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী গ্যাস বহনকারী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহতের ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের বক্স রোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়ানো অবস্থায় কক্সবাজারমুখী ট্রাকের ধাক্কায় ফরহাদ নিহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ