চট্টগ্রামের সীতাকুন্ডতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে শির্ক্ষাথীদের অগ্নি র্নিবাপণ ও র্দুযোগ মোকাবেলা করা এবং সচেতনতার লক্ষ্যে মহড়া র্কাযক্রম শুরু করেছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল শির্ক্ষাথীদের নিয়ে এ মহড়া র্কাযক্রম পরিচালনা করা হয় ।
মহড়া শুরুর আগে এ র্কাযক্রমের উদ্বোধন করেন ,খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক দেব্রবত চাকমা । তিনি বলেন , আগুন সহ দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে প্রাথমিক তথ্য জানা দরকার তা ফায়ার সার্ভিসের এ র্কাযক্রমে রয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেস বড়ুয়া শির্ক্ষাথীদের এ মহড়া র্কাযক্রম পরিচালনা করেন । এসময় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস ভট্টার্চায ও সিনিয়র ইংরেজি শিক্ষক ইউসুফ আদনান ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি মো : জহুরুল আলম উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/নাজমুল