কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সেলিম (৩০) নামের এক কথিত আরসা সদস্যকে গুলি করে হত্যা করেছে মুন্না গ্রুপের দুষ্কৃতিকারীরা। নিহত মো. সেলিম ওই ক্যাম্পের আব্দুল শুক্কুরের ছেলে। বুধবার (১৫ জুন) দিবাগত রাতে ক্যাম্পের ব্লক-সি এলাকায় ঘটনাটি ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মুন্না গ্রুপের কিছু দুষ্কৃতিকারী কথিত আরসা গ্রুপকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন করার জন্য ফাঁকা গুলি ছুড়লে কথিত আরসার সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় আরসা সদস্য রোহিঙ্গা মো. সেলিম বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ১৪ এপিবিএন আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ