গাজীপুরের কালিয়াকৈরে প্রেসক্লাবের হলরুমে আজ বৃহস্পতিবার দুপুরে মৌচাক ইউনিয়নে নির্বাচনে দুই মেম্বার প্রার্থী ৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন ও ২নং ওয়ার্ডের আমিনুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ওই দুই প্রার্থী বলেন, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু রাতের আঁধারে রেজাল্ট পাল্টিয়ে তাদেরকে পরাজিত করেছে তারা। এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ওই দুই প্রার্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই প্রার্থীর বিভিন্ন কর্মীরা।
২ নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, গতকাল যে ফল ঘোষণা করেছিলাম কেন্দ্রে সেটা যোগ-বিয়োগে একটু ভুল হয়েছে। পরে উপজেলা এসে পুনঃরায় যোগ দেওয়ার পর ভুলটা ধরা পড়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, ফলাফল নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে ট্রাইব্যুনালে মামলা করতে পরামর্শ দেন এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম শাখাবিহীন সাজ্জাদ জানান, খোঁজ নিয়ে দেখেছি একটু ভুল করে ফেলেছিলেন বিষয়টি আমিও শুনেছি । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল