কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোনার পাড়া একটি পুকুর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার এনায়েত উল্লাহর ছেলে মোঃ শাহেদ (৫)।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মহল্লার ছেলেদের সাথে শাহেদ খেলছিল। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের পুকুরে দল বেঁধে গোসল করতে যায় তারা। গোসল করার সময়ে শাহেদকে দেখতে না পেয়ে তার বাড়িতে খবর দেয়া হয়।
খবর পেয়ে এলাকাবাসীসহ পুকুরে খুঁজতে থাকে। না পেয়ে টানা জাল দিয়ে খোঁজা হয়। কিছুক্ষণ পর পুকুরের এক পাশে শাহেদকে পাওয়া যায়।
তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে শাহেদকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল