বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ স্লোগান নিয়ে দিবসটি পালন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসানের নেতৃত্বে র্যালিটি সদর রোড, কালীবাড়ি রোড, মল্লিক রোড ও বটতলা মোড় হয়ে আলেকান্দা পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষ্যে বিকেলে নগরীর শিল্পকলা একাডেমীতে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পর্যায়ে ৩২৯টি টিটিসি স্থাপন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুদ আমহেদ চৌধুরী।
মুখ্য আলোচক ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. ইসরাইল হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল