গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান কৌচাকুরি এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন জহুরিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইমরান হোসেন জহুরি উপজেলার কামরাঙ্গা চালার মৃত তান্দ আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান এলাকায় বুধবার দুপুরে নয় বছর বয়সী ওই মেয়েকে বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ইমরান হোসেন জহুরি। এসময় ওই ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশের এসআই হাসান উদ দৌলাহ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম