ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলাকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষে জেলার বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাতবিনিময় সভায় বাল্যবিয়ের কুফল ও তা প্রতিরোধ বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস, জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভুঁইয়া, জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মোঃ ইয়াহ ইয়া মাসুদ।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে বন্ধে জনসচেতনতার পাশাপাশি বিবাহ নিবন্ধকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিবাহ নিবন্ধকরা সচেতন হলে বাল্যবিয়ে অচিরেই শূণ্যের কোঠায় নেমে আসবে। তাই দেশ ও সমাজের স্বার্থে এবং একটি সুস্থ জনগোষ্ঠী বিনির্মাণে বিবাহ নিবন্ধকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় জেলার শতাধিক বিবাহ নিবন্ধক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন