প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি) হলে এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমানা আরা বেগম প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়। উদ্ভাবন সম্পর্কে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মতামত গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই