সরকারের কাছে যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, ত্রাণ নিয়ে কাউকে কোন চিন্তা করতে হবে না। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে হঠাৎ করে এ এলাকায় বন্যা দেখা দেয়ায় পাট, চিনা, কাউন ইত্যাদি ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে রাস্তা-ঘাট মেরামত করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন তার নির্বাচনী এলাকার বন্যা উপদ্রুত এলাকা কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের নামাবকবান্ধা, খেওয়ারচর, আলগারচর ও লাঠিয়ালডাঙ্গা গ্রাম পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসব বন্যার্তদের ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবন।
বিডি প্রতিদিন/এএ