স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খুলনা মহানগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ মোড়ে গেট নির্মাণ, জনগুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা ও শহীদ হাদিস পার্কে ডিজিটাল বোর্ড ও প্যানা স্থাপনের মাধ্যমে এতদাঞ্চলে বর্তমান সরকার কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পসমূহের প্রচার-প্রচারণা চালানো হবে।
বৃহস্পতিবার (১৬ জুন) নগর ভবনে খুলনা সিটি করপোরেশনের ১০ম বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আপামর মানুষের সর্বোচ্চ দাবি ও আকাক্সক্ষার বিষয়। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে নিজস্ব অর্থায়নে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
সভায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২২ জুন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণের আহবান জানানো হয়।
এছাড়া একই সাথে আধুনিক ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন’কে আহবায়ক এবং পার্শ্ববর্তী ওয়ার্ডসমূহের কাউন্সিলরগণকে সদস্য করে কোরবানির পশুর হাট পরিচালনা কমিটি গঠন, পশুর হাঠে প্রবেশে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, অবৈধ পশুরহাট বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন