গত কয়েকদিন ধরে টানা বর্ষণে নেত্রকোনায় বাড়ছে নদ-নদীর পানি। পাহাড়ি ঢলে ভারতের বাঘমারা থেকে আসা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি বাড়ছে প্রতিনিয়ত। তবে এই নদীর পানি বাড়লেও আবার বৃষ্টিপাত না থাকলে কমেও যায়।
কিন্তু কংস, মগড়া, উব্দাখালি, নেতাই, ধনু, ঘোরাউতরা, গুমাইসহ বাড়ছে অন্যান্য নদীর পানি। এদিকে, বর্ষাকালে পানি বাড়লেও সব পানি হাওরে গিয়ে প্রবেশ করে বলে পুরোপুরি বর্ষা মৌসুমে বন্যার তেমন আশঙ্কা নেই। তবে অধিক বৃষ্টিপাতের ফলে জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি হাওরের নিচু এলাকায় পানিতে তলিয়ে যাবে।
জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত চার দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া এই পুরো মাসে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, সবগুলো নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচে রয়েছে। পানিগুলো বেড়ে হাওরে যাওয়ার ফলে এলাকাগুলো ডুবছে না।
বিডি প্রতিদিন/এমআই