সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নাটোরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল ৫টার দিকে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক ছাত্রনেকতা আফতাব হোসেন আফতাব, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার। পরে দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্টিত হয় ।
বিডি প্রতিদিন/এএ