টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে পিটিয়ে আহত করা হয়েছে। পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তালুকদারের লোকজন তার উপর হামলা করে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগে জানা গেছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। আহত আজাদের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামে। এ ঘটনায় তিনি রাতেই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ মির্জাপুর প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রউফের পক্ষে নির্বাচন করেছি। বুধবার ভোট শেষ হওয়ার পর রাত আটটার দিকে ফতেপুর ইউনিয়নের প্রার্থীদের ফলাফল জানতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে উপজেলা পরিষদ ভবনের দু’তলায় উঠার চেষ্টা করলে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা কৃষকলীগের সভাপতি (বহিষ্কৃত) হুমায়ুন তালুকদারের ছেলে শুভ তালুকদার, নাহিদ তালুকদার ও ছোট ভাই টিটু তালুকদারসহ কমপক্ষে ২০/২৫ জন লোক তার উপর হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহ্রীম হোসেন সীমান্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হামলার শিকার আবুল কালাম আজাদ রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক