বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪টিতে নৌকা এবং দুটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বুধবার ৬ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে ওনদিন রাতে ফল ঘোষণা করেন স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা।
বিজয়ীরা হলেন- হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে নজরুল ইসলাম মিলন (নৌকা) ও ধুলখোলা ইউনিয়নে মাওলানা জসীম উদ্দীন (নৌকা), মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নে মকিম তালুকদার (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে বেল্লাল মোল্লা (নৌকা), লতা ইউনিয়ন আওয়ামী লীগ বিদ্রোহী আবু রাশেদ মনি (ঘোড়া) এবং জয়নগর ইউনিয়নে মনির হোসেন (চশমা)।
এই দুই উপজেলায় মোট ৮টি ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনী পরিবেশ না থাকার কারণে গত সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন