বান্দরবানের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রমের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও বরেণ্য ব্যক্তিবর্গের জন্মদিবস সরকারিভাবে উদযাপনের কর্মসূচির আওতায় শুক্রবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউ কে চিং বীর বিক্রমের স্ত্রী ড উসাই নু মারমা, বান্দরবান ডিজিএফআই শাখা কমান্ডার কর্নেল মো: ফারুকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, এবং কেএসআই পরিচালক মং নু চিং বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রমের পরিবারকে ১ লাখ টাকা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল