মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় খোকন (৪০) নামের এক ভ্রাম্যমাণ বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত খোকন মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
আজ সকাল ১১টায় মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খোকন মোটরসাইকেলে মহাজনপুর থেকে মেহেরপুরের দিকে আসছিল। সেই সময় নুরপুর মাদ্রাসার সামনে একটি মিনি ট্রাক খোকনকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।
মুজিবনগর থানা ইনচার্য মেহেদি রাসেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম