‘মেহেরপুরে পিয়াজ চাষিদের প্রণোদনার টাকা লুটের অভিযোগ’ শিরোনামে গত ১৩ জুন বাংলাদেশ প্রতিদিনের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।
কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনে ১২০ জন কৃষকের কথা উল্লেখ থাকলেও ৫টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৫৫ জন উপকারভোগী কৃষক রয়েছেন। এই কার্যক্রম ১০ মাস পূর্বে সম্পাদিত হয়েছে। প্রণোদনার খবর কৃষকদের না জানার সুযোগ নেই। উপজেলা ও ইউনিয়ন কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটির সভার মাধ্যমে উপকারভোগী কৃষক নির্বাচন, বিভাজন ও অনুমোদন হয়েছে।
উপকারভোগী কৃষকদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে ২৮০০ টাকা করে বিতরণ করা হয়েছে। সারা দেশে রাসায়নিক সার এবং বীজ সরকারি প্রতিষ্ঠান বিএডিসি দিয়েছে এবং তাদের বিডির মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তার ১২ লাখ টাকা লুটের অভিযোগ অসত্য বলে দাবি করা হয়েছে প্রতিবাদপত্রে।
প্রতিবেদকের বক্তব্য: উল্লেখিত সংবাদটি উপযুক্ত তথ্য উপাত্ত যাচাই করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে তার ভিত্তিতে তৈরি ও প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল