সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
ছাত্র সমাবেশের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।
উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
এছাড়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর