চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য মারুফুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুনতি ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায় বাসের হেলপার রিয়াদকে (২০) আটক করেছে পুলিশ। রিয়াদ সাতকানিয়া কেরাণীহাট এলাকার কেঁওচিয়া গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার সময় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল মারুফ চুনতি বাজার থেকে হারবাং বাড়ির উদ্দেশ্য রওনা হয়। এ সময় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী মারুফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মারুফ।
নিহতের মা হাসিনা খানম জানান, ২০১৯ সনের শেষের দিকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন মারুফ। বৃহস্পতিবার কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসে সে। শুক্রবার তার নানার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার সময়ও তার সাথে মোবাইল ফোনে কথা হয়। আমার ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল সে। রাত ১০টার দিকে খবর পেয়েছি আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বাস চাপায় নিহত পুলিশ সদস্য মারুফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হানিফ বাসের হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর