টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ২ টি স্থানে ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার সকালে ফুলগাজী উপজেলা বাজারসহ সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও দরবারপুর ইউনিয়নের বরইয়া এলাকা দিয়ে নদীর দুটি স্থানে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। বর্তমানে নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷
উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির প্রবল চাপে ভাঙ্গণ দেখা দিয়ে উপজেলা বাজার সহ উত্তর দৌলতপুর ও বরইয়া প্লাবিত হয়েছে। এতে পানিতে তলীয়ে গেছে ফসলি জমি, গ্রামীন সড়ক পুকুর ও বসত বাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান,নদীর পানির তীব্র স্রোত রয়েছে। পানি নামলে বাধঁ সংস্কার করা হবে।