ময়মনসিংহ নগরীর সেহড়া এলাকার চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই বিদ্যালয়ে চলে এ ক্যাম্পেইন।
ওই বিদ্যালয়ের ২৬০ জন খুদে শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আর বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পেরে এসময় ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা।
সংগঠনটির সহ-সভাপতি উবায়দুল হক বলেন, আমরা নানা সময় বিভিন্ন স্থানে মানুষকে রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য এমন উদ্যোগ নিয়ে থাকি। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীরা যেন তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে এবং রক্তদানের মানসিকতা গড়ে ওঠে এজন্যেই আমাদের এই প্রয়াস।
ক্যাম্পেইনে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য সুমন রাহাত, মনিরুল হক রনি, আলমগীর কবির, ফারজানা রুমাইসা, কেয়া রহমানসহ প্রমুখ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন