ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুল কাদের (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কাদের উপজেলার ভাটা পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। মৃত কাদের পেশায় একজন কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। ভোর সকালে বাইসাইকেল যোগে নিজের কাঁচা মালের আড়তে যাওয়ার সময় বাকুলিয়া পৌঁছালে ঝিনাইদহমুখি একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে সে ঘটনাস্থলেই মারা যান। আশাদুল ইসলাম নামের স্থানীয় এক দোকানদার জানান, রাস্তায় একটা গর্ত ছিল। নিহত কাদের গর্তটি সাইড করে আসতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ