২৬ জুন, ২০২২ ০৮:০৬

পদ্মা সেতুতে যান চলাচল শুরু, মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে যান চলাচল শুরু, মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস

পদ্মা সেতুতে যান চলাচল শুরু, মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এতে করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সরাসরি সড়ক পথে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপন হয়েছে।

আজ রবিবার ভোর ৬টা থেকে সেতুর টোল প্লাজা চালু করে সেতু দিয়ে প্রথমবারের মতো যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রথম যে বাহনটি পদ্মা সেতুতে টোল দিয়ে প্রবেশ করে সেটি একটি মোটরসাইকেল। ১০০ টাকা টোল দিয়ে সকাল ৬টায় মোটরসাইকেলটি যাত্রা শুরু করে।

এ যেন আনন্দের সিমাহীন ছুটে চলা, হাজারো যানবাহন পদ্মার বুকে ছিড়ে পার হচ্ছে এপার থেকে ও পার। এতে উৎসব আর আনন্দের জোয়ার বইছে সেতুর টোল প্লাজায়।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখি সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে গভীর রাত থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় ভিড় করতে থাকে হাজারো যানবাহন ও দর্শনার্থী। এতে করে প্রায় ৭ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৬টা বাজতেই টোল আদায়ের পর যানবাহন পারাপারে উন্মুক্ত করে দেওয়া হয় বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় টোল নিতে সময় লাগছে। ফলে সেতু পারাপারে অপেক্ষাকৃত গাড়ির চাপে যানজট বেড়েই চলছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর