২৮ জুন, ২০২২ ১৭:১৬

বন্যার্তদের মাঝে শুকনা খাবারের সাথে কাঁঠাল পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা

নেত্রকোনা প্রতিনিধি

বন্যার্তদের মাঝে শুকনা খাবারের সাথে কাঁঠাল পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবীরা

বন্যায় দুর্গত নেত্রকোনা জেলার বানভাসিরা চিড়া-মুড়ির সাথে পাচ্ছেন কাঁঠাল। গেল কয়েকদিন ধরে শুকনো খাবার খেতে খেতে বিরক্ত হয়ে পড়ার খবরে একদল তরুণ তাদের দেয়া খাবারের মাঝে কাঁঠাল যুক্ত করেছেন। তারা ভালুকাসহ বিভিন্ন এলাকা থেকে জাতীয় ফল কাঁঠাল আনিয়ে কলমাকান্দা সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছেন। 

এতে কষ্টের মাঝেই আনন্দিত বানভাসি মানুষ। রক্তদানে নেত্রকোনা নামের স্বেচ্ছাসেবী সংগঠন নিজেরা উদ্যোগ নিয়ে এবং সংযোগ কানেক্টিংয়ের সহযোগিতায় এ কার্যক্রম চালিয়েছে। 

তাদের এমন ব্যতিক্রমী ঘটনা নিয়ে সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক আলপনা বেগম জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে কথা বলেন। 
এমন বিষয়ে অবগত হয়ে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবীদের নিজ বাংলোয় গিয়ে গাছের সকল কাঁঠাল বানভাসিদের মাঝে পৌঁছে দিতে বলেন। 

এদিকে এরকম ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যার যার মতো সবাই এগিয়ে আসায় জেলা প্রশাসকও সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি সংগঠনের সভাপতি এইচ এম জনিসহ অন্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন সর্বস্তরের মানুষ এভাবে সকল দুর্যোগে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে কোন দুর্যোগই মানুষের জন্য দীর্ঘস্থায়ী দুর্ভোগ হবে না। 

জানা গেছে, এবারের বন্যায় জেলার প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে ভোগান্তিতে রয়েছেন বানভাসিরা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর