২৯ জুন, ২০২২ ২০:৫৪

ফেনীতে ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

ফেনী প্রতিনিধি

ফেনীতে ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

ফেনীতে ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

ভারতীয় সীমান্তবর্তী ফেনীর ছাগলনাইয়ার চম্পক নগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ৩৭ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি জব্দ করেছে। এসময় চোরাকারবারীদের রেখে যাওয়া একটি মিনি পিকআপও আটক করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্ত এলাকার শুভপুর মেইন রোড থেকে এসব শাড়ি জব্দ করা হয়। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার শুভপুর মেইন রোড দিয়ে যাওয়ার সময় একটি পিকআপকে তারা ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামালসহ পিকআপটি রাস্তায় ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া পিকআপে বস্তার ভেতর থেকে ৪১৮ পিস ভারতীয় শাড়িসহ পিকআপটি জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর