শেরপুরের শ্রীবরদীতে সেচ পাম্পের বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মঞ্জুরুল (১৮) ভাটি লংগরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। সে শেরপুর সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র।
জানা গেছে, আজ রবিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে ভাটি লংগর পাড়ার চরবন্দে সেচ পাম্পের সুইচ ঠিক করতে গেলে মঞ্জুরুল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় তার চাচা আনোয়ার হোসেন আহত হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন