৩ জুলাই, ২০২২ ১৭:২৬

বান্দরবানে ত্রিপুরা কল্যাণ সংসদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ত্রিপুরা কল্যাণ সংসদের মানববন্ধন

রাঙ্গামাটির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় গত ২১ জুন একটি সন্ত্রাসী গ্রুপ কর্তৃক পাড়ার ৩ জন নিরপরাধ বাসিন্দাকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শহরে মানববন্ধন করেছে। 

রবিবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ত্রিপুরা কল্যাণ সংসদের সহ-সভাপতি গাব্রিয়াল ত্রিপুরা, সাংবাদিক উজ্জল তঞ্চঙ্গ্যা, স্টিভ ত্রিপুরা, ওয়া তৈ ত্রিপুরা, নিরন তঞ্চঙ্গ্যা, সুরেশ ত্রিপুরা এবং মার্গারেট ত্রিপুরাসহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে বান্দরবান জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৭দফা সম্বলিত দাবিনামা জানিয়ে স্মারকলিপি দেয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর