৩ জুলাই, ২০২২ ১৭:৩৮

পাবনায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

পাবনা প্রতিনিধি:

পাবনায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

পাবনায় বরীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে এই শোভাযাত্রা হয়। পরে শিল্পকলা একাডেমির ডিআইপি মিলনায়তনে জেলার কবি, সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, আওয়ামী লীগ কবি সাহিত্যিকদের সম্মান দিতে জানেন। সেটার প্রমাণ কিন্তু কাজী নজরুলকে বঙ্গবন্ধু জাতীয় কবির মর্যাদা দেবার মধ্য দিয়ে দিয়ে গেছেন। আমি আশা করি শিল্প সাহিত্যে পাবনা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মাহফুজা মঙ্গল খ্যাত কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এসএম মোস্তাফা কামাল খান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, এড. পুলক কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবু প্রমুখ। আলোচনা শেষে  কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর