বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে। বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, আজ সকালে জেলার সদরের তিনমাথা আল-নূর আবাসিক হোটেল এর সামনে থেকে নওগাঁ জেলার ইনদাই চৌধুরীপাড়ার মৃত গ্রিদেশ দেবনাথের পুত্র শ্রী চন্দন চন্দ্র দেবনাথ (২৯) ও জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুরের সাইদুর রহমানের পুত্র তারিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ