বাংলা ভাষার পাশাপাশি আরও ৪০টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা ডিজিটাইজেশন শীর্ষক সর্বশেষ আঞ্চলিক পরামর্শ সভা সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় এই গবেষণা কাজের শুরু হয়েছে।
পরামর্শ সভায় বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহাবুব করীম জানান, স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও পরামর্শ গ্রহণ করে পুরো দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অঞ্চলকে ৮টি জোনে বিভক্ত করা হচ্ছে। মাঠ পর্যায়ে গবেষণা কার্য সম্পাদনের পর প্রতিটি ভাষার ৩০০টি শব্দের ত্রিভাষী ডিকশনারি এবং কম্পিউটারের কি-বোর্ড নির্মাণ করা হবে।
সভায় বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট (কেএসআই) পরিচালক মংনুচিং, মারমা ভাষা বিশেষজ্ঞ ক্যশৈপ্রু (খোকা), ত্রিপুরা ভাষা বিশেষজ্ঞ সত্যাহা পাঞ্জে, বম ভাষা বিশেষজ্ঞ জুমলিয়ান আমলাই এবং খুমী ভাষার বিশেষজ্ঞ সিংইয়ং খুমী ও লেলুং খুমী বক্তব্য রাখেন।
গত ২ জুলাই রাঙ্গামাটিতে এ বিষয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবার পর সোমবার বান্দরবানে সর্বশেষ এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর