সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য দুর্গত ১৫০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা আপাসান ইন্টারন্যাশনাল।
সোমবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরসভার কাজির পয়েন্ট এলাকায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় সময় উপস্থিত ছিলেন সংগঠনের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবিদুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন তুহিন, আপাসানের প্রশাসনিক কর্মকর্তা রাজিব বিশ্বাস ও প্রজেক্ট সাপোর্ট অফিসার জিয়া উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ ও সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৪০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে আপাসান ইন্টারন্যাশনাল।
বিডি প্রতিদিন/এমআই