নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শেখ মোরছালিনকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশের এক আদেশে রবিবার বিকেলে উপ-পরিদর্শক শেখ মোরছালিনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ও সংহিসতার ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে যশোরের মনিহার সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করে নড়াইলে নিয়ে আসা হয়। গ্রেফতার হওয়া নূর-নবী (৩৭) সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামের কারিগর পাড়ার মৃত ফয়েজ চৌকিদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। পুলিশ জানায়, ঘটনার দিন নূর-নবী খুবই বেপরোয়া ছিলেন। তাকে সামাল দেওয়া কঠিন হচ্ছিল। ওইদিন রাতেই তাঁকে সদর থানায় নেওয়া হলে সোমবার আদালতে পাঠিয়েছেন পুলিশ। এই নিয়ে মামলায় গ্রেফতার হয়েছেন মোট ৫ জন। এর আগে গ্রেফতার হওয়া ওই চার আসামির রোববার প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করার পর সোমবার তাদের রিমান্ড শুরু হয়েছে।
এ প্রসঙ্গে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচাজ উপ-পরিদর্শক শেখ মোরছালিন ওই মামলার বাদী হওয়ায় কাজের সুবিধার্থে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে নড়াইল সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে যশোর থেকে এক আসামীকে গ্রেফতার করে নড়াইলে নিয়ে এসে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ