পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ঝাঁজর এলাকা হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গতকাল রবিবার দিবাগত রাত একটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, মো: শহিদুল ইসলাম (৩৪), মো: আয়নাল মিয়া (৩৯), মো: আন্ডু মিয়া (৫৭), মো: আজিজুল ইসলাম (৩২), উজ্জ্বল চন্দ্র মহন্ত (২৭), মো: শাহিন ওরফে সজিব (৩৩), মো: শহিদ (৩৮), মো: রনি সরকার (২৪) ও মো: আব্দুল হাকিম ওরফে গাটু (৪০)। তাদের বাড়ি গাইবান্ধা, রংপুর, নীলফামারী জেলায়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ওয়ান শুটার গানের গুলি, দুইটি ছোড়া, রামদা, করাত, টর্চ লাইট, বস্তা, রশি, ১১টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারি পুলিশ সুপার নোমান আহমদ জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিগত পাঁচ বছর যাবত একই সাথে সংঘবদ্ধ হয়ে রংপুর এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। প্রথমে তারা চুরি এবং ছিনতাই এর সাথে জড়িত থাকলেও বিভিন্ন দফায় জেলে থাকার কারণে গত কয়েক বছর যাবত ডাকাতির পেশায় প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, তারা সাধারণত প্রতিমাসে ২-৩ বার ৬ থেকে ৯ জনের দলে সংঘঠিত হয়ে প্রথম দিকে রংপুর ও পরবর্তীতে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক কেন্দ্রিক ডাকাতির সাথে জড়িত। ডাকাতির কৌশল হিসাবে তারা সড়কসমূহের নির্জন স্থানে রাতের আধাঁরে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। পরবর্তীতে তারা ইজিবাইক, অটোরিক্সা, সিএনজি, মোটর সাইকেল, ছোট পিকআপসহ ছোট আকারের যানবাহনকে টার্গেট করে অস্ত্রের মুখে ভিকটিমদেরকে জিম্মি করে ডাকাতি করত। তারা আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে মহাসড়কে বড় আকারে ডাকাতি করার জন্য গাজীপুর জেলার গাছা থানাধীন ঝাঁজর এলাকায় সংঘঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল