দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবির সদস্যরা। আটককৃতদের সোমবার সকালে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যার আগে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নে ভারত থেকে পাচার করে নিয়ে আাসার সময় রসুলপুর পলিপাড়া নামকস্থান থেকে ৩২৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ তিন চোরাকারবারীকে আটক করে ২৯ বিজিবি সদস্যরা।
এ ঘটনায় রবিবার রাতে ধৃত পাচারকারীসহ জব্দকৃত মাদক ফুলবাড়ী থানায় সোপর্দ করে। রসুলপুর বিওপির ক্যা¤প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিন বাদী হয়ে পাচারকারীদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান বিরোধী আইনে ফুলবাড়ী থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ বিজিবি।
এদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুর ইসলাম বলেন, আসামীদের সোমবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম