শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দিনাজপুরের শিক্ষক সমাজ। সোমবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শহরে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখা সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুদ্দীন আকতারের সভাপতিত্বে এবং শিক্ষক হত্যা ও নির্যাতন প্রতিবাদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রভাষক মেহেরাব আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষকদের একটাই দাবি শিক্ষকদের সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হোক। দেশের সম্পদ শিক্ষক সমাজের উপর যে নির্যাতন নিপীড়ন ও হত্যার মত জঘন্যতম কাজে দুর্বৃত্তরা নেমে পড়েছে তার সুষ্ঠু সমাধান করতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর