বরিশাল মেট্রোপলিটন পুলিশর বন্দর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে থানা চত্ত্বরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা। বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিন) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মো. মেহেদী হাসান সহ অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাসহ সমস্যাগ্রস্ত অনেকে উপস্থিত ছিলেন।
তারা উপ-কমিশনারের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উপ-কমিশনার সবগুলো বিষয় গুরুত্বের সাথে সমাধানের জন্য অধিনস্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে হারিয়ে যাওয়া একটি মুফোফোন পুলিশ উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে ফিরিয়ে দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন